এক কৃষক ও ভগবান

এক কৃষক একদিন ভগবান কে বল্ল ঠাকুর আমারা কৃষক ।আমারা চাষ করে যা উপার্জন করি তা বাজারে বিক্রি করে পাই তাই দিয়ে সংসার চলে। কিন্তু ঠিক মতো বৃষ্টি না হলে আমরা ফসল উৎপাদন করবো কিভাবে???। তুমি এমন কিছু করো যাতে আমরা যখন বৃষ্টি চাই পাই যাতে ভালো ফসল উৎপাদন করতে পারবো। ভগবান কৃষক টির কথা শুনে হেসে বল্ল তবে তাই হোক। তোমার ইচ্ছা পূরণ হোক।
কৃষক খুব খুশি সে ইচ্ছা মত যখন খুশি ফসল উৎপাদনের জন্য বৃষ্টি পাই । সে ভাবল এবার খুব ভালো ফসল উৎপাদন করবো।তাই সে খুব খুশি। ফসলের কাটার সময় এলো । কৃষক মাঠে গিয়ে দেখল ফসল উৎপাদন ভাল হলে ও একটি তে ও শষ্য নেই। কৃষক ভগবান কে বল্ল ঠাকুর আমারা ঠিক মতো বৃষ্টি দিলাম যখন  যা প্রয়োজন তা দিলাম তবুও ফসল হলোনা কেন???। ভগবান বল্ল  আমরা যখন যা চাই তা যদি পেয়ে যাই তাহলে মূল্য থাকে না। যদি বৃষ্টি  না হতো তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতো  তাই ফসল ভালো ফলত।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মার্শা পেলো গুগল ডুডুলে সম্মান

চাণক্যের মৃত্যু রহস্য