পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মার্শা পেলো গুগল ডুডুলে সম্মান

ছবি
মার্কিন মুলুকে সমকামীদের জন্য প্রথম লড়েছিল মার্শা, আজ পেরিয়েছে তারপ্ পাঁচ দর্শক, গুগল আজ বিশেষ ডুডুল তাঁর সম্মানে।    আমেরিকার লিঙ্গবৈষম্য বীরধী আন্দোলনের পথিকৃৎ ,এলিজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন মার্শা পি জনসনকে  কে সম্মান জানাতে নতুন ডুডুল পেজ তৈরি করলো গুগল। গত বছর আজকের দিনে নিউইয়র্ক সিটির প্রাইড মারছে মরণ আত্ম সম্মান পেয়েছিল মার্শা। স্থাপিত হয়েছিল তার মূর্তি।  সেই বিশেষ দিনটিকে আজকের হোম পেজে সমুজ্জ্বল করে তুলল গুগল ডুডল।অর্থাৎ এই বিশেষ দিনে গুগলের হোমপেজ খুললেই দেখা যাচ্ছে সাত রং উজ্জ্বল পটে হাসছে মার্শার এক হাতে আঁকা ছবি।ছবিতে ক্লিক করলে পৌঁছে যাচ্ছে মার্শা নিয়ে নানা রকম তথ্য।  ১৯৪৫ সালে ২৪ আগস্ট নিউজার্সির এলিজাবশে শহরে জন্মেছিলেন মার্শা। স্কুলের পর্ব শেষ করে ১৯৬৩ সালে এলইডিটিউব সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কাজ করে যাবেন বলে চলে যান নিউ র্গ্রিনিচ গামে। তিনি তার নিজের নাম পাল্টে রাখেন মার্শা পি জনসন।পি অক্ষরটি বহন করার একটা বিশেষত্ব ছিল মার্শার।এই অক্ষরটি তার লিঙ্গের পরিচয়।তিনি বলতে চান "পেইট নো মাইন্ড" অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এটা নি